Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাশার গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১০ই জুন রাতে ফরিদপুরের কোতয়ালী থানাধীন ভাটিকানাইপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার মোল্লা(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আবুল বাশার মোল্লা ভাটিকানাইপুর গ্রামের মৃত ছদন মোল্লার ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে কোতয়ালী থানায় সোপর্দপূর্বক র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেছে।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃত আবুল বাশার মোল্লা দীর্ঘদিন যাবৎ যশোর জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলের চালান এনে ফরিদপুরসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করতো। গোয়েন্দা সূত্রে ফেনসিডিলের একটি চালান আনার সংবাদের ভিত্তিতে ১০ই জুন দিবাগত রাতে র‌্যাবের একটি টিম আবুল বাশার মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে তারই মালিকানাধীন বাড়ীর পাশ্ববর্তী মাতৃভূমি কিন্ডার গার্টেন স্কুলের একটি কক্ষে মজুদ করে রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।