॥দেবাশীষ বিশ্বাস॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ী জেলার দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরী ঘাটে গতকাল ৮ই জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমানত শাহ ফেরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ গোলাম রহমান বলেন, রাত ৮টার সময় ফেরীতে আগুন লাগার সংবাদ জানতে পেরে আমাদের ইউনিটটি ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করে। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর আরেকটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট ৫৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মোঃ শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া প্রান্তে ৫নং ফেরী ঘাটে একটি ফেরী আনলোড করার সময় সাইলেন্সার দিয়ে আগুন বের হলে ফায়ার সার্ভিসের কর্মকর্তার ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি বলেন এই অগ্নিকান্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাময়িকভাবে ফেরীটি বন্ধ রাখা হয়েছে।