বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ঈদ উত্তর শিশু কিশোরদের সাংস্কৃতিক উৎসব

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ৮ই জুন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঈদ উত্তর শিশু-কিশোরদের আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহধর্মিনী মর্জিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মওলা, আমন্ত্রিত অতিথিগণ ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীসহ দর্শকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রাজবাড়ী জেলা ছোট হলেও কালচারালের দিক দিয়ে অনেক উন্নত। এখানকার কালচারাল সংগঠনগুলোর পরিবেশনাও খুব ভালো। এ জন্য আমরা গর্ব করে থাকি। জেলা শিল্পকলা একাডেমীর এই ভবনটি অনেক পুরনো, দর্শকদের স্থান সংকুলানও অনেক কম হয়। রাজবাড়ী-১ আসনের এমপি’র আন্তরিক প্রচেষ্টায় আমরা জেলা শিল্পকলা একাডেমীর জন্য অত্যাধুনিক একটি ভবন পেতে যাচ্ছি। এ জন্য আমরা জায়গা খুঁজছি। আজাদী ময়দানের পাশের একটি জায়গা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি, কিন্তু চূড়ান্ত হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক বার বার আমাকে ফোন করে বলছেন, আপনি একটি জায়গা দিন-আমি সেখানে অত্যাধুনিক একটি ভবন করে দিচ্ছি। শুধুমাত্র জায়গার কারণে ভবনটির নির্মাণ কাজ আটকে আছে। রাজবাড়ীতে আমার ২বছর ১ মাস হয়ে গেল। যাওয়ার আগে ভবনটি না হোক, অন্তত ভিত্তিপ্রস্তরটুকু স্থাপন করে যেতে পারলে ভালো লাগতো। আমি যেখানেই থাকি না কেন রাজবাড়ী জেলায় যাতে একটি পূর্ণাঙ্গ শিল্পকলা একাডেমী ভবন নির্মিত হয় সে ব্যাপারে সচেষ্ট থাকবো। ভবনটি হয়ে গেলে জেলার সাংস্কৃতিক কর্মকান্ড আরো গতিশীল হবে।’
প্রধান অতিথির বক্তব্যের শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!