রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে সরকারী সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ৩রা জুন সকালে রাজবাড়ীর এলএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ৩হাজার টাকা ও ১বান্ডিল করে ঢেউটিন প্রদানকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল এবং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।