॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীর ‘আমরা বন্ধু’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৩রা জুন দুপুরে সংগঠনটির পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষ্মীপুর, চরনারায়ণপুর, গঙ্গাপ্রসাদপুর, মেছোঘাটা, বিনোদপুর নতুন পাড়া, সোনাকান্দর ও ভবদিয়া এলাকার ৬৫টি দরিদ্র পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী (সেমাই, চিনি, দুধ, কিসমিস, মসলা, শ্যাম্পু, সাবান) বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্য এডঃ দেলোয়ার হোসেন, শামসুল আরেফিন চৌধুরী, কার্তিক দাস, আকাশ হোসেন, রুবিনা চৌধুরী, নাহিদুল ইসলাম ফাহিম, শেখ ফয়সাল, পিয়াল মাহমুদ, কাউছার আহমেদ, তুষার মন্ডল, তানভীর খান রনি, বিনয় হালদার, কাজী ইরফান নূর সামি, রইচ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।