॥স্টাফ রিপোর্টার॥ ঈদ উপলক্ষে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘হেলথ ফর চিলড্রেন (এইচএফসি)’-এর উদ্যোগে গতকাল ১লা জুন বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।
সংগঠনের ভলান্টিয়ার আলিফ চৌধুরী, ফাইজুর রহমান নিলয়, অরিন লিসা, জান্নাতুল ফেরদৌস ওহি, তানিয়া আক্তার জিম, উম্মে সুমাইয়া হক সেতু ও রাতুল শিশুদের হাতে এই পোশাক তুলে দেন।
সংগঠনের ভলান্টিয়াররা জানান, এবারই প্রথম তারা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছেন। আজ রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকার ৬০ জন শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করলেন। এর আগে তারা বিভিন্ন মাদ্রাসার ৩৪জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নতুন পোশাক দিয়েছেন। তাদের এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তারা আরো বেশীসংখ্যক শিশুদের নতুন পোশাক দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন।