সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরে অনুসন্ধান সাংবাদিকতা বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০১৯

॥মাহবুব হোসেন পিয়াল॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ৩দিনব্যাপী অনুসন্ধান সাংবাদিকতা বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ গতকাল ৩১শে মে সমাপ্ত হয়েছে।
বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সেন্টারে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংখ্যবার ফরিদপুরে এসেছেন। ফরিদপুরের বিভিন্ন স্থানে গিয়েছেন, সভা-সমাবেশ করেছেন। বঙ্গবন্ধুর এসব স্মৃতিকে নিয়ে ফরিদপুরের সাংবাদিকদের ইতিহাস সমৃদ্ধ সংবাদ তৈরীর বিস্তর সুযোগ রয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে সংবাদপত্র বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ জন্য প্রিন্ট মিডিয়াকে অনুসন্ধানী সংবাদ তৈরীর উপর বেশী জোর দিতে হচ্ছে। সাংবাদিকগণ এখনও নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।
তিনি ঢাকার বাইরের সাংবাদিকদের সংবাদ তৈরীর বিভিন্ন ক্ষেত্র ও নিরাপত্তার নানা দিক এবং সমস্যা ও সম্ভাবনার উপর আলোকপাত করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ সৈয়দ মোশার্রফ হোসেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ফরিদপুরের ৩৫জন সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
এরআগে প্রশিক্ষণ চলাকালে অনুসন্ধানী সংবাদ তৈরীর বিষয়ে বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক, রিপোর্টিং বিষয়ে চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, শুদ্ধাচার বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মোবাশ্বের হোসেন এবং তথ্য অধিকার আইন বিষয়ে পিআইবির পরিচালক(প্রশিক্ষণ) জাকির হোসেন প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!