॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী থানা পুলিশ গত ২৯শে মে বিকালে শহরের ভবাণীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০জন জুয়ারুকে গ্রেফতার করেছে ।
জানা গেছে, শহরের ভবাণীপুর লাল মিয়া সড়কের একটি চায়ের দোকানের পাশে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ঃ ভবাণীপুরের মৃত আজগরের ছেলে নেকবার(৩২), ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার বিশু সরদারের ছেলে নয়ন সরদার(৩৫), বিনোদপুরের নান্নু মোল্লার ছেলে ইমন মোল্লা(২২), বড়লক্ষ্মীপুরের মৃত বেলায়েত শেখের ছেলে সাঈদ শেখ(৪৫), ইয়াকুব আলীর ছেলে হারুন অর রশিদ হিরা(৩০), মৃত গেদু মন্ডলের ছেলে জব্বার মন্ডল(৫১), বীরু ঘোষের ছেলে জোনাল ঘোষ(৩০), ওসমান সরদারের ছেলে হানিফ সরদার(৩০), বিনোদপুর কলেজপাড়ার ঝড়– সরদারের ছেলে খাদেম মওলা(৫০) এবং চরনারায়ণপুরের মৃত আইনদ্দিনের ছেলে নুরুল ইসলাম(৬০)। গ্রেফতারকৃতদের গতকাল ৩০শে মে আদালতে সোপর্দ করা হয়েছে।