॥মাতৃকন্ঠ ডেস্ক॥ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী পূর্ব চীন সাগরে যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।
চলতি সপ্তাহের প্রথম দিকে এই মহড়া শুরু হয়। মহড়ায় জাপানের ডেস্ট্রোয়ার এবং ইউএস নেভি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও জাপানের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের সানকেই সিমবুন ডেইলি ও কিয়েটো নিউজ এ খবর জানায়। সানকেই জানায়, পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে সতর্ক সংকেত দিতে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তবে পূর্ব চীন সাগরে চীন ও জাপানের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে সামরিক শক্তির জানান দেয়াও এই যৌথ মহড়ার অন্যতম কারণ।