॥স্টাফ রিপোর্টার॥ ঈদের আগে দুই মাসের বকেয়া পেনশন, বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পেলে ট্রেনের নিচে আত্মাহুতি দেয়ার হুশিয়ারী দিয়েছে রাজবাড়ীর রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
গতকাল ২৯শে মে বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে শুয়ে পড়ে এ হুশিয়ারী দেন তারা। এ সময় প্রায় আধাঘন্টা ট্রেনটি রাজবাড়ী প্লাটফর্মে আটকে থাকে। পরে উর্দ্ধতন কর্মকর্তাদের আশ^াসে প্রতিবাদরত কর্মচারীরা প্লাটফর্ম ত্যাগ করেন। তবে আজ বৃহস্পতিবার সকালে মেইল ট্রেনের সামনে একই কর্মসূচি পালন করবে তারা।
রাজবাড়ীর রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বলেন, তারা দুই মাস ধরে পেনশনের টাকা ও বৈশাখী ভাতা পাচ্ছেন না। এমনকি ঈদ বোনাসও তাদের পরিশোধ করা হয়নি। ঈদের আগে বকেয়া পেনশন, বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পেলে পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে পারবেন না। ফলে ট্রেনের নিচে আত্মাহুতি দেয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকবে না।