॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মন্ডল পাড়ার বাসিন্দা আব্দুল হামিদ মন্ডল ওরফে মোহন মন্ডল(৯২) আর নেই।
গত ২৮শে মে দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। একই দিন তারাবীর নামাজ শেষে রাত ১০টায় সজ্জনকান্দা মোল্লা বাড়ী জামে মসজিদে জানাযার নামাজ শেষে ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মরহুমের সহকর্মী-স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার(৩১শে মে) বাদ আসর মোল্লা বাড়ী জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সজ্জনকান্দা মন্ডল পাড়ার মরহুম আব্দুল গনি মন্ডলের জ্যেষ্ঠ পুত্র, বারী মন্ডলের বড় ভাই এবং জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী লেবু আজমের পিতা হামিদ মন্ডল ওরফে মোহন মন্ডল একজন ভালো মানুষ এবং দীর্ঘদিন রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপে কর্মরত ছিলেন।