॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৭২ লক্ষ ২৯ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা হয়েছে।
গতকাল ২৮শে মে বিকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ খায়রুল বাসার, হাজী তালেব মন্ডল, বদরুজ্জামান, ৮নং ওয়ার্ডের সদস্য ইমরুল হাসান পুলক, ৭নং ওয়ার্ডের সদস্য আকলাম খান, পাইককান্দি গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাজেট উপস্থাপনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের সেবা করার জন্য। আমি জানি না আপনাদের কতটুকু সেবা করতে পারছি। এটা আমার তৃতীয় বাজেট ঘোষণা। যদি কোন ভুল-ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে সাথে সাথে জানাবেন। আমি চেষ্টা করবো আমার ভুল সংশোধন করে নিতে।
ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা এই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ইফতার করানো হয়।