॥লাবনী আক্তার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতী গতকাল ২৮শে মে বিকালে রাজবাড়ী সরকারী শিশু পরিবার (বালিকা)-এর এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করেন।
এ সময় শিশু পরিবারের তত্বাবধায়ক ও রাজবাড়ী শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, শিশু পরিবারের শিক্ষক সাবিনা খাতুন, বিল্লাল হোসেন, সোনাবানু, ঝর্ণা চক্রবর্তী ও আলমাস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তার, সাধারণ সম্পাদক তানজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সেতু ইসলাম ও ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা শিমুলসহ সরকারী শিশু পরিবার নিবাসী শিশুরা উপস্থিত ছিলেন।
কানিজ ফাতেমা চৈতী তার ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের সাথে এই ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করেন। প্রায় ১০০ জন এতিম শিশুকে ইফতার ও বিরিয়ানী দিয়ে নৈশভোজ করানোসহ প্রত্যেককে উন্নতমানের ঈদবস্ত্র (বড়দের রেডিমেড থ্রি-পিস ও ছোটদের ফ্রক) বিতরণ করা হয়।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিশু পরিবারের তত্বাবধায়ক ও রাজবাড়ী শহর সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম।