॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৮ই মার্চ সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও নারী মেলার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক জিনাত আরা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা পুলিশের মহিলা সদস্যগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষাথীরা র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য তুলে ধরে রাজবাড়ী অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নিলুফার বেগম, নারী নেত্রী ও মহিলা মুক্তিযোদ্ধা সবিতা চন্দ গুহ, জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ও কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর মাহাফুজা খাতুন মলি, ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন, ২০১৬ সালের জয়িতা পদকপ্রাপ্ত নীলা বেগম, মাতৃভূমি মহিলা সংস্থার সভানেত্রী আশরাফুল নেছা শাহিনা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণ করে বলেন, সারা বিশ্বের ন্যায় আজ আমাদের দেশেও নারী দিবস পালিত হচ্ছে। এই দিবসে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে আমাদের সকলেরই উচিত নারী-পুরুষ সকলের সমঅধিকার প্রতিষ্ঠা করা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে আজকে দেশের নারীদের অধিকার রক্ষায় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। যাতে উন্নত ডিজিটাল বাংলাদেশ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা যায়। অতীতে আমাদের দেশের সকল নারীই ছিল অবহেলিত ও বঞ্চনার শিকার। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর নারীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। যার কারণে আজকে দেশের সর্বক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। যা বর্তমান বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। আমাদের সকলের উচিত বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী-পুরুষ সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ রূপান্তর করা। এছাড়াও তিনি সকলকে নারীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের উপর সকল ধরণের নির্যাতন প্রতিরোধে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা পর্ব শেষ হওয়ার পর জেলার সফল নারী উদ্যোক্তাদের মধ্যে জেলা মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী শেষে প্রধান অতিথি অফিসার্স ক্লাব চত্ত্বরে নারী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সভাপতি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।