॥হেলাল মাহমুদ॥ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। কিন্তু ঈদ আসলে এই রুটে যানজটের সৃষ্টি হয়। এসব কিছু এড়িয়ে সপরিবারে হেলিকপ্টারে ঈদ করতে রাজবাড়ীতে এসেছেন উইনার গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন।
গতকাল ২৭শে মে বেলা ১১টায় উইনার গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুনের বহনকারী বেসরকারী কোম্পানী মেঘনা এভিয়েশনের ভাড়াকৃত হেলিকপ্টারটি রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় উইনার গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহেল মুন্সি, সাধারণ সম্পাদক জিহাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিশুকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর উইনার গ্রুপের চেয়ারম্যান পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাকর্মীদের সাথে গাড়ীযোগে তার নিজ এলাকা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গিয়ে দরিদ্র মানুষের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করেন।