॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের বিভিন্ন পণ্যের এজেন্সী ব্যবসায়ী খান এন্টারপ্রাইজের মালিক খলিলুর রহমানের গঙ্গানন্দপুর গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে ভেজাল সয়াবিন তেল ও ডিটারজেন্ট পাউডার কারবারের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৭শে মে দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘পামওয়েল তেল’ অবৈধভাবে রিফাইনের মাধ্যমে ‘ওয়ান স্টার’ ব্র্যান্ডের সয়াবিন তেলের নামে বোতলজাত করে এবং ‘রিঙ্ক’ নামের ভেজাল ডিটারজেন্ট পাউডার বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় খলিলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর পাশাপাশি ভেজাল সয়াবিন তেল তৈরীতে ব্যবহৃত ৫০ লিটার পামওয়েল তেল এবং ‘রিঙ্ক’ নামের ১০০ কেজি ভেজাল ডিটারজেন্ট পাউডার জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ সম্বলিত লিফলেট বিতরণ করে সকলকে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।