মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভারতে লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ আজ

  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০১৯

॥আন্তর্জাতিক ডেস্ক॥ বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ পর্বে আজ ১৯শে মে দেশটির সাতটি রাজ্যে ও একটি ইউনিয়ন ভূখন্ডে ৫৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ভোটের ৭ম ও শেষ পর্বে ভারতীয় জনতা পার্টি(বিজেপি), কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯১৮জন এবং ১জন স্বতন্ত প্রার্থীর ভাগ্য নির্ধারনে ১০ কোটির অধিক ভোটার ভোট দিবেন।
আজ রবিবার বিহারে ৮টি আসনে, হিমাচলে ৪টি আসনে, ঝাড়খন্ডে ৩টি আসনে, মধ্যপ্রদেশের আটটি আসনে, পাঞ্জাব ও উত্তর প্রদেশের প্রতিটিতে ১৩টি করে, পশ্চিম বঙ্গে ৯টি এবং চন্ডিগড়ে ১টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকলের দৃষ্টি এখন বারানসির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির শক্ত ঘাটি হিসেবে এ আসনটি পরিচিত। এ আসনে সমাজবাদি দল থেকে শালিনি যাদব, কংগ্রেস থেকে অজয় রায় এবং নিরপেক্ষ প্রার্থী আতিক আহমেদ প্রতিদ্বন্দিতা করছেন।
২০১৪ সালের নির্বাচনে এই আসনে নোরেন্দ্র মোদি ৩,৭০০০০ ভোটের ব্যবদানে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ পর্বের এই নির্বাচনের প্রচরনা গত ১৭ই মে (পশ্চিমবঙ্গ ছাড়া) শেষ হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও দলের প্রতিদ্বন্দ্বি বিজেপি কর্মীদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষ রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করে।
ভারতের নির্বাচনের এই শেষ পর্বের ভোটে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং চলচিত্র অভিনেতাসহ একাধিক আলোচিত নেতার ভাগ্য নির্ধারন হবে।
এ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রিদের মধ্যে মনোজ সিনহ্া(বিজেপি), রাম কৃপাল যাদব(বিজেপি), আশবানি কুমার চৌবে(বিজেবি), বিশিষ্ট রাজনীতিবিদ কিরন খের(বিজেপি), হারসিমরাট বাদল(এসএডি), প্রীনিত কাউর (কংগ্রেস), অভিনেতা শত্রুঘœ সিনহা(কংগ্রেস) এবং সানি দেওল (বিজেপি), ঝাড়খন্ডের তিন বারের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভারতের নির্বাচন কমিশন গত ১০ই মার্চ বিশ্বের বৃহৎ এই গণতান্ত্রিক রাষ্টের ৫৪৩টি আসনে লোক সভা নির্বাচনের তফসীল ঘোষণা করেন। গত ১১ই এপ্রিল প্রথম পর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৮ই এপ্রিল দ্বিতীয় পর্ব, ২৩শে এপ্রিল তৃতীয় পর্ব, ২৯শে এপ্রিল চতুর্থ পর্ব, ৬ই মে পঞ্চম পর্ব, ১২ই মে ৬ষ্ঠ পর্ব ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩শে মে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান পার্লামেন্টের মেয়াদ ৩রা জুন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!