শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রখ্যাত শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র পরলোকে

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেবার স্টাডিজ (বিলস্) এর উপদেষ্টা পরিষদের সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র(৬৮) আর নেই।
গত ১৫ই মে ভোর রাতে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।
রায় রমেশ চন্দ্রের ঘনিষ্ঠ স্বপন কুমার সরকার টেলিফোনে দৈনিক মাতৃকণ্ঠকে জানান, গত বুধবার ভোর রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণের পর সকালে তার ছেলে বিছানার উপর মরদেহ দেখতে পেয়ে পাশের ফ্লাটের একজন চিকিৎসককে ডেকে এনে দেখালে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রায় রমেশ চন্দ্রের স্ত্রী আমেরিকায় মেয়ের বাসায় থাকায় তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। হিমঘরে রাখার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ধানমন্ডিতে বিলস্ কার্যালয়ে কিছু সময়ের জন্য রাখা হয়। সেখানে বিলস্রে চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার(আজ ১৭ই মে) মাগুরার শ্রীপুর উপজেলার গ্রামের বাড়ীতে তার মরদেহ দাহ করা হবে।
রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও রায় রমেশ চন্দ্রের মৃত্যুতে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!