মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলায় এ বছর বোরো ধানের আবাদ ও উৎপাদন দু’টিই কম হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

॥দেবাশীষ বিশ্বাস॥ সোনালী ধানে ভরে আছে ক্ষেত আর সেই সাথে চলছে ধান কাটার কাজ। রাজবাড়ী জেলার সব উপজেলাতেই চোখে পড়ছে একই দৃশ্য। তবে জেলায় এ বছর গতবারের তুলনায় বোরো ধানের আবাদ ও উৎপাদন দুটি’ই কম হয়েছে। উপরন্তু ধান কাটার কৃষি শ্রমিকের অতিরিক্ত মজুরীর পাশাপাশি উৎপাদিত ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা।
উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম না পাওয়ার কৃষকরা বিপাকে পড়েছে। অনেক জায়গায় আবার এক মণ ধানের দামের চেয়ে একজন শ্রমিকের মজুরী বেশী।
কৃষকরা জানিয়েছেন, অব্যাহতভাবে নানা ক্ষতির কারণে ধানের উৎপাদন কমেছে। টাকার প্রয়োজন হওয়ায় তারা ধান সংরক্ষণও করতে পারছেন না।
এ বছর রাজবাড়ী জেলার কৃষকরা বোরো হাইব্রিড, বোরো উফশী ও বোরো স্থানীয় জাতের ধান চাষ করেছেন। এ বছর রাজবাড়ী জেলায় মোট ১৩ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৬ হাজার ৫১০ হেক্টর, পাংশা উপজেলায় ১ হাজার ৮৫ হেক্টর, কালুখালী উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর, বালিয়াকান্দি উপজেলায় ৮০০ হেক্টর এবং গোয়ালন্দ উপজেলায় ২ হাজার ৯৫৩ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। গত বছর রাজবাড়ী জেলায় মোট ১৪ হাজার ৩৭০ হেক্টর জমিতে অর্থাৎ এ বছরের চেয়ে ৫১০ হেক্টর জমিতে ধানের চাষ বেশী হয়েছিল।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের কৃষক প্রদ্যুৎ কুমার বালা বলেন, এ বছর ধানের উৎপাদন ভালো হয় নাই। প্রতি পাখি (২২ শতাংশ) জমিতে ধান উৎপাদনে খরচ হয়েছে ৭হাজার টাকা। সর্বোচ্চ উৎপাদন ১২ মণ, যার বর্তমান বাজার মূল্যও ৭ হাজার টাকা। এভাবে দাম পেলে আগামীতে কৃষি চাষ করাই কষ্টকর হয়ে পড়বে।
বালিয়াকান্দি উপজেলার কৃষক আক্কাস শেখ বলেন, শ্রমিকের মজুরী অত্যধিক হওয়ার কারণে আমাদেরকে বেশী বিপাকে পড়তে হয়েছে। ধানের দাম কম হওয়ার জন্য সরকারের নজরদারীর অভাবও রয়েছে। এছাড়া কৃষি বিভাগের অসহযোগিতার কথাও বলেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান অবশ্য বললেন, এ বছর রাজবাড়ীতে ধানের ফলন ভালো হয়েছে। তবে ‘ধানের দাম কম পাওয়ায় কৃষকরা বিপাকের মধ্যে রয়েছে’ সেটি স্বীকার করে পুষিয়ে নিতে কৃষকদের ধান সংরক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামীতে ধানের দাম বৃদ্ধি পাবে। তখন কৃষকেরা লাভবান হবে। ধানের উৎপাদন কমার বিষয়ে তিনি বলেন, কৃষকরা অন্য ফসলের দিকে ঝুঁকে পড়ায় ধানের আবাদ কমেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!