বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০১৯

॥চঞ্চল সরদার॥ কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকার ইবনে সিনা হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শাহিনুর আক্তার তানিয়া (২৩)কে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১২ই মে সকালে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের আম্রকানন চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি সুলতানা আহম্মেদ, শামসুন্নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণিমা দত্ত, সদস্য আঞ্জুমান আরা, স্মৃতি ইসলাম, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ছায়া সরকার, শিক্ষার্থী আসমা ও ফুটবলার লিলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
তারা নার্স শাহিনুর আক্তার তানিয়াকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করাসহ সর্বস্তরের নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।
পথসভার একপর্যায়ে নিজ কার্যালয়ে প্রবেশ করছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময় মহিলা পরিষদের নেতৃবৃন্দ মাইকযোগে তাকে এসে কিছু বলার জন্য আহ্বান জানালে জেলা প্রশাসক তাতে সাড়া দিয়ে এসে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আমাদেরকে এ ধরণের হত্যা প্রতিহত করতে হবে। ইদানীং এ ধরণের হত্যার ঘটনা বেড়ে গেছে এবং মানুষের যে আস্থার জায়গা আছে সেটা কেন যেন কমে আসছে। মেয়েদের উপর এটা বেশী হচ্ছে। এটাকে আমাদের নির্মূল করতে হবে। নুসরাত হত্যার বিচারের অনেক অগ্রগতি হয়েছে। যারা ওই ঘটনার সাথে জড়িত ছিল তারা সবাই আইনের আওতায় চলে এসেছে। নার্স তানিয়া হত্যারও তদন্ত চলছে। যারা প্রকৃত দোষী তারা আইনের আওতায় আসবে। আমরা শুধুমাত্র নুসরাত-তানিয়া হত্যার বিচারই চাই না, এ ধরণের ঘটনা যেন আর না ঘটে, আমাদের মা-বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারে, সেটা দেখতে হবে। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তারা মদ খাচ্ছে, খারাপ কাজ করছে কিন্তু তাদের রাস্তা-ঘাট নিরাপদ আছে। ইংল্যান্ডের রাস্তায় আমি রাতে একা চলাফেরা করে দেখেছি সেখানে কোন সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে এই সমস্যা প্রকট। এ জন্য আমাদের সকলকে আন্তরিক হতে হবে। এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সতেষ্ট আছেন। আপনারা দেখেছেন তিনি নুসরাত হত্যার পর তার বাবা-মা’র সাথে কথা বলেছেন এবং বিচারের সকল রকম ব্যবস্থা তিনি করেছেন। আমরা আশা করবো তানিয়া হত্যার সাথে যারা জড়িত তারা সকলেই আইনের আওতায় আসবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!