শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাবার সাথে পোল্ট্রি ফার্মে কাজ করেও জিপিএ-৫ পেল জেরিন

  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী জান্নাতুল নাহার জেরিন।
সে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের শেখ মোঃ জাহিদুন্নবীর মেয়ে।
জেরিনদের বাড়ীতে ছোট একটি পোল্ট্রি ফার্ম আছে। লেখাপড়ার পাশাপাশি জেরিন ওই পোল্ট্রি ফার্মে পিতার সাথে কাজ করে। জেরিনের মা লিজা আক্তার কাঁথা সেলাই করেন। জেরিন তাকেও কাঁথা সেলাইয়ের কাজে সহযোগিতা করে। এভাবেই বাবা ও মায়ের সাথে কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করে অদম্য জেরিন তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে।
জেরিনের পিতা শেখ মোঃ জাহিদুন্নবী জানান, লেখাপড়ার পাশাপাশি জেরিন তার পোল্ট্রি ফার্মে মুরগীর পরিচর্যা, খাবার দেয়া, ডিম সংগ্রহ এসব কাজে সহযোগিতা করে। জেরিনের ছোট একটি ভাই আছে। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। জেরিন ওর লেখাপড়ায়ও সহযোগিতা করে। লেখাপড়ার প্রতি একান্ত আগ্রহ ও চেষ্টার ফলে জেরিন জিপিএ-৫ পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে।
অদম্য মেধাবী জান্নাতুল নাহার জেরিন জানায়, তার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। চলার পথে যত বাধা-বিপত্তিই আসুক না কেন সবকিছুর মোকাবিলা করেই সে এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!