॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদকে গতকাল ১১ই মে স্বজনরা চোখের জলে চিরবিদায় জানিয়েছেন।
পাংশা সরকারী কলেজ মাঠে গতকাল শনিবার সকাল ৯টার দিকে জানাযার নামাজ শেষে পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা একেএম মনজুর মোরশেদ সাচ্চুর কবরের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
এদিকে জানাযা নামাজের আগে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম(সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী-২ আসনের প্রাক্তান জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, মরহুমার সহোদর ভাই পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ ও মরহুমার একমাত্র পুত্র সন্তান সুপ্রভ আহমেদ প্রমূখ। বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
জানাযাতে ইমামতি করেন পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাঃ আবু মুসা আশয়ারী। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমার পারিবারিক লোকজন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ১০ই মে দুপুর ১টা ৪৫মিনিটের সময় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা আহমেদ মারা যান। লিভারে সমস্যা দেখা দিলে তাকে ল্যাব এইড হাসপাতালের ৫৬৩নং কেবিনে ভর্তি করা হয়। তিন সপ্তাহ যাবত ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার লিভার সিরোসিস ধরা পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে ৩০শে এপ্রিল ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে গত শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে পাংশার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের বাসিন্দা মৎস্য দপ্তরের উর্ধতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমদের স্ত্রী শাহিদা আহমেদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী। শাহিদা আহমেদের পিতা মরহুম গওহার উদ্দিন মন্ডল ছিলেন তৎকালীন পাংশা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। শাহিদা আহমেদ পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পাংশা উপজেলা মহিলা পরিষদের সহ-সভাপতি ছিলেন। শাহিদা আহমেদ ২০০৯ ও ২০১৪ সালে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করাসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, ইঞ্জিনিয়ার একেএম রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ একেএম আমিরুল ইসলাম খসরু, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু ও বেসরকারী সংস্থার কর্মকর্তা একেএম সাইফুল মোরশেদ রিংকুর বড় বোন শাহিদা আহমেদ।