॥স্টাফ রিপোর্টার॥ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামরুল ইসলাম মিঠু।
গত ৭ই মে আনন্দ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস শিকদার তার হাতে নিয়োগপত্র ও আনন্দ টিভির লোগো সম্পন্ন বুম এবং আইডি কার্ড তুলে দেন।
এ সময় আনন্দ টিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সাইফুল ইসলাম ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মিরন আহম্মেদ উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম মিঠু রাজবাড়ীর গোয়ালন্দ থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজবাড়ীর খবর পত্রিকার বার্তা সম্পাদক পদে দায়িত্বে আছেন। ইতিপূর্বে তিনি জাতীয় দৈনিক খবর, দৈনিক সরেজমিন বার্তা, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। কামরুল ইসলাম মিঠু রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক।
আনন্দ টিভি’র রাজবাড়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কামরুল মিঠু
