বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদস্থ বাংলাদেশের হাইকমিশন গত ৮ই মে সেখানকার একটি পাঁচতারকা হোটেলে ইফতার ও নৈশভোজের আয়োজন করে।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহ্্সান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
হাইকমিশনার তারিক আহ্্সান স্বাগত বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসে রোজাদারগণ আত্মিক শুদ্ধতা অর্জনের মাধ্যমে নিঃস্বার্থপরতার উঁচু স্তরে পৌঁছানোর প্রয়াস চালান এবং সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় সমাজকে পুনরুজীবিত করতে ভূমিকা রাখেন। বাংলাদেশে সব বিশ্বাস ও সম্প্রদায়ের মানুষ সম-অধিকার ভোগ করেন এবং রমজানের মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা পারস্পারিক সৌহার্দ্যকে দৃঢ় করতে উদ্যোগী হন।
হাইকমিশনার তারিক আহ্্সান আশা প্রকাশ করেন যে, রমজানের মহান শিক্ষা সকলকে একটি শান্তি ও সম্প্রীতিপূর্ণ পৃথিবী গড়ার কাজে পরিচালিত হতে সহায়তা করবে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, কূটনৈতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই ইফতার ও নৈশভোজ অংশগ্রহণ করেন।
উপস্থিত বিশিষ্টজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব বিষয়ক বিশেষ সহকারী মুহাম¥দ উসমান দার, সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মুশাহিদ হুসাহন সায়ীদ, বাংলাদেশ বিষয়ক জাতীয় পরিষদ মৈত্রী গ্রুপের আহ্বায়ক এমএনএ চৌধুরী মাহমুদ বশীর ভির্ক, সিনেটর মুহাম¥দ তালহা মাহমুদ, সিনেটর লেঃ জেনারেল(অবঃ) আবদুল কাইউম, সাবেক ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রী সিনেটর এ. রহমান মালিক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী নওয়াবজাদা মালিক আমাদ খান, ইসলামাবাদের মেয়র শেখ আনসার আজিজ এবং পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য মেহনাজ আকবর আজিজ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!