বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান॥১৫জন যাত্রী আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

॥আন্তর্জাতিক ডেস্ক॥ বৈরী আবহাওয়ার কারণে গতকাল ৮ই মে সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ নামের একটি ফ্লাইট ছিটকে পড়েছে। এ ঘটনায় বিমানটির ৩৩জন আরোহী ও ক্রুর মধ্যে ১৫জন আহত হয়েছেন।
মিয়ানমারে বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম বলেন, ‘ঘটনার পর পাইলটসহ ১৫জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা জীবন বিপন্ন হওয়ার মতো নয়।’
তিনি বলেন, ‘তবে বিমানটির বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জানান, ‘বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটটি বেলা ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে উড্ডয়ন করে। স্থানীয় সময় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমানটি ইয়াঙ্গুন বিমান বন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে।’
বিমানের জেনারেল ম্যানেজার(পিআর) শাকিল মেরাজ বলেন, ‘বিমানটিতে দুইজন পাইলট দুইজন ক্রুসহ ৩৩জন আরোহী ছিলেন।’
হাইকমিশনার বলেন, তিনি ইতোমধ্যে যাত্রীদের সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ মিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!