॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পুলের নবনির্মিত গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ই মে বিকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী আনুষ্ঠানিকভাবে জেলা পুলের নবনির্মিত এই গ্যারেজের উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, দিলশাদ জাহান, সাবরিনা শারমিন, রুমানা আফরোজ, মোঃ আরিফুজ্জামান, মোঃ হাবিবুল্লাহ এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খানসহ জেলা প্রশাসনের নেজারত শাখার কর্মচারীগণ ও জেলা পুলের গাড়ী চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্যারেজের উদ্বোধন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী কোর্ট জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ শহিদুল ইসলাম।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত টিনসেড ওয়ালের গ্যারেজটিতে ৪টি কক্ষ রয়েছে। এতে ৪টি গাড়ী রাখার ব্যবস্থাসহ গাড়ীর চাকায় হাওয়া দেয়ার মেশিন রাখার ব্যবস্থা রয়েছে।
এছাড়া গাড়ীর নিরাপত্তার জন্য গ্রিল, বৈদ্যুতিক ওয়্যারিং, লাইটিংসহ দেয়ালে ওয়েদার কোট রং করা হয়েছে। এর পাশাপাশি গ্যারেজের চাল থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।