শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় বিড়ি ভোক্তা ও শ্রমিক পক্ষের ব্যানারে মানববন্ধন॥স্মারকলিপি পেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহারসহ ৭দফা দাবীতে গতকাল ৮ই মে বিকেলে বিড়ি ভোক্তা ও শ্রমিক পক্ষ রাজবাড়ী অঞ্চলের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত স্মারকলিপি এমপি মোঃ জিল্লুল হাকিমের প্রতিনিধি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু গ্রহণ করেন।
তিনি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের হাতে স্মারকলিপি পৌঁছে দিবেন বলে বিড়ি ভোক্তা ও শ্রমিক পক্ষের নেতৃবৃন্দকে অবহিত করেন।
রাজবাড়ী অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোঃ আজাদ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প তথা বিড়ি শিল্প বাপ-দাদার আমল থেকে চলছে। প্রতি বছর বিড়ির দাম বৃদ্ধি করা হয়। গরীব ও মেহনতি মানুষ বিড়ি ধুমপান করে থাকেন। প্রতি বছর বিড়ির উপর কর বৃদ্ধি করা হয় কিন্তু বিগত কয়েক বছর ধরে বিএটির বেনসন সিগারেটের দাম না বাড়িয়ে আরো কমানোর ব্যবস্থা করা হয়। অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মোঃ আজাদ হোসেন বলেন, ধনী মানুষেরা যা ধুমপান করে সেই সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। আমরা বিড়ি ধুমপায়িরা যা খেয়ে অভ্যস্ত তা যেন সব সময় সহজভাবে কম মূল্যে পাই তার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে ৭দফা দাবীর যৌতিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন বিড়ি ভোক্তা পক্ষ ও সমিতির সাধারণ সম্পাদক মোঃ করিম, সদস্য মোঃ বক্কার, সাজ্জাদ হোসেন, আলী আজগর, মোঃ রেজবি, মোঃ হাবিব, বিল্লাল শেখ ও তমিজ উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!