॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৭ই মে দুপুরে তার অফিস কক্ষে পাংশা হাইওয়ে থানার ব্যারাক ভবন ও ডাম্পিং গ্রাউন্ডসহ অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ৫জন মালিকের(সম্পর্কে আপন সহোদর) মধ্যে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।
তাদের মধ্যে অধীর কুমার প্রামানিককে ৫ লক্ষ ৫৮ হাজার ৫৯ টাকার এবং গণেশ চন্দ্র প্রামানিক, অরুন কুমার প্রামানিক, সুভাষ কুমার প্রামানিক ও পবন কুমার প্রামানিকের প্রত্যেককে ২ লক্ষ ৬১ হাজার ২২০ টাকার চেক প্রদান করা হয়। ক্ষতিপূরণের চেকপ্রাপ্ত ৫জনই কালুখালী উপজেলার দামুকদিয়া গ্রামের অমূল্য কুমার প্রামানিকের ছেলে।
চেক হস্তান্তরের সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।