॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া খাদ্য গুদামে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৭ই মে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এই গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সূফি, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর বিশ^াস, নলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজিউর রহমান ও ব্যবসায়ী গোবিন্দ বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
নলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজিউর রহমান জানান, ২৮ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ৩৭০ টন গম কেনা হবে।