শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এবং সড়ক বিভাগ ও বিআরটিএ’র সহযোগিতায় গতকাল ৬ই মে সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালী কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন, অন্যান্য অতিথিদের মধ্যে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সড়ক বিভাগ ও বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও পূর্বের তুলনায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে চালকদের অসচেতনভাবে গাড়ী চালানো, প্রশিক্ষণের অভাব এবং সড়কের বিভিন্ন মোড়ে এপাশ-ওপাশ ভালোভাবে দেখা না যাওয়া। বর্তমানে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত উন্নয়নের ফলে রাস্তা পূর্বের চেয়ে অনেক ভালো হয়েছে। যার কারণে ওই সড়ক দিয়ে গাড়ীগুলো আগের চেয়ে দ্রুত গতিতে চলাচল করছে। যা চলাচলের জন্য ভালো হলেও অনেক ক্ষেত্রে চালকদের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই মহাসড়কের আলাদীপুরের জামাই পাগলের মাজার গেটের মোড়ে দুর্ঘটনায় ৪জনের প্রাণহানী ঘটাসহ বেশ কিছু যাত্রী আহত হয়েছে। এর প্রধান কারণ ছিল গাড়ীর বেপরোয়া গতি এবং ওই মোড়ে বেশী বাঁক থাকাসহ চালকরা এক পাশ থেকে আরেক পাশ দেখতে না পাওয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে স্পীডব্রেকার ও রোড ডিভাইডারের দাবী জানায়। পরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও আমার আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। আমি আশা করবো জেলা সড়ক বিভাগ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের যেসব মোড় ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর মাঝখানে রোড ডিভাইডারের ব্যবস্থা করবে এবং অধিক ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে স্পীডব্রেকার স্থাপনের মাধ্যমে গাড়ীর গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে। বর্তমানে দেখা যাচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা মোবাইলে কথা বলতে বলতে অসচেতনভাবে রাস্তা পার হওয়ার কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হচ্ছে। অভিভাবকরা অপ্রাপ্ত বয়ষ্ক সন্তানদের মোটর সাইকেল কিনে দেওয়ার কারণে তারা বেপরোয়াভাবে চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। আবার অদক্ষ লাইসেন্স বিহীন হেলপারের হাতে মালিকরা গাড়ী ছেড়ে দিচ্ছে। এসব কারণেই কিছুদিনের ব্যবধানে প্রথমে দৌলতদিয়ায় রাস্তা পার হওয়ার সময় দু’জন স্কুল ছাত্রী, তারপর কালুখালীতে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় দুই কলেজ ছাত্র, বালিয়াকান্দিতে মোটর সাইকেল দুর্ঘটনায় অপ্রাপ্ত বয়ষ্ক দুই শিক্ষার্থী, হাসপাতাল সড়কে মাটিবাহী ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী রিক্সা চালক, সর্বশেষ আলাদীপুরের বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৪জন বাসযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটলো। এভাবে প্রতিনিয়ত ঘটা অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনাগুলো বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। এ কারণে কিছুদিন আগে ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীদের বড় ধরণের আন্দোলনও হয়েছিল। সেই আন্দোলনের পর সড়ক দুর্ঘটনার পরিমাণ কিছুটা কমলেও ইদানিং তা আবার বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা যারা রাস্তায় অসচেতনভাবে চলাচল করি কিংবা যারা অনভিজ্ঞ চালকের হাতে গাড়ী ছেড়ে দেই তাদের সচেতনতার অভাব। আর এর কারণে আমরা যারা রাস্তায় চলাচল করি তারা কেউই নিরাপদ নই। এ ব্যাপারে সকলকে অধিক সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলাসহ সড়ক কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকা, মোবাইল ব্যবহার না করা ও রাস্তা পারাপারের সময় দুই পাশ দেখে নিরাপদভাবে রাস্তা পার হওয়াসহ রাস্তায় চলাচলকারী প্রতিটি যানবাহনের চালকদের শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা ও বিভিন্ন মোড়ে গাড়ীর গতিবেগ কমানোসহ অত্যন্ত সতর্কতার সাথে গাড়ী চালানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!