॥তনু সিকদার সবুজ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই মে সকালে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার ফজলুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণসহ ইমাম-মুয়াজ্জিনগণ র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন।