॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরের কোতয়ালী থানাধীন কানাইপুর বাজার এলাকা থেকে গত ৩০শে এপ্রিল সন্ধ্যায় ৩৪৮ বোতল ফেনসিডিলসহ একটি টাটা পিকআপ আটক ও এর চালককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত পিকআপ চালকের নাম মাহবুব ফকির(১৯)। সে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যজাগদিয়া এলাকার মান্নান ফকিরের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, কানাইপুর বাজারে মাদকের বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে তারা কানাইপুর বাজার সংলগ্ন মহাসড়কের উপর চেকপোস্ট বসান। চেকপোস্টে তল্লাশীকালে মধুখালীর দিক থেকে আসা হলুদ রঙের একটি টাটা পিকআপকে থামার জন্য সংকেত দিলে পিকআপের চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে পিকআপটিকে মহাসড়কের উপর ঘেরাও করে আটক করা হয়। এরপর পিকআপটিতে তল্লাশী করে পিকআপের পেছনের বডির উপর থেকে বাঁশের চটার ঝুড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং চালক মাহবুব ফকিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পিকআপের চালক জানিয়েছে সে চুয়াডাঙ্গা ও যশোরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে কানাইপুরসহ ফরিদপুরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।