॥স্টাফ রিপোর্টার॥ দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজবাড়ী বিজ্ঞান চেতনা ক্লাবের উদ্যোগে গতকাল ২রা সকাল সাড়ে ১০টায় ডিজিটাল ভিত্তিক বিনা পয়সার ই-স্কুলের উদ্বোধন, শিক্ষা বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উক্ত কার্যক্রমের উদ্বোধন, শিক্ষা বৃত্তি প্রদান ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী বিজ্ঞান চেতনা ক্লাবের আহ্বায়ক মুহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবাইদা জহুর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ ও বিজ্ঞান চেতনা ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আজকে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, তার প্রধান কারণ পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে আমাদের শিক্ষা হার অনেক বেড়ে যাওয়া।
তিনি বলেন, আমাদেরকে বর্তমান প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী উন্নত বাংলাদেশকে বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি আমদেরকেও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে, যা রাজবাড়ী বিজ্ঞান চেতনা ক্লাব শিক্ষা বিস্তারে দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে করে চলেছে। বক্তব্যের শেষে প্রধান অতিথি ই-স্কুলের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, রাজবাড়ী বিজ্ঞান চেতনা ক্লাবের আহ্বায়নের তত্বাবধানে বর্তমানে সংগঠনটির পাঠগারে ১৫দিন পর পর চক্রাকারে প্রায় ৫০ থেকে ৭০জন শিক্ষার্থীকে নিয়মিত পাঠদান করা হয়।
এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ভিত্তিক বিনা পয়সার ই-স্কুলের উদ্বোধন করা হলো। এর মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান, ইংরেজীসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা নিয়ে আরো বেশী উপকৃত হবে।