॥প্রতিনিধি॥ যশোরের শার্শায় ১টি ওয়ান শুটার গান, ১রাউন্ড গুলি ও ১টি রামদাসহ ২জন সন্ত্রাসীকে গ্রেফতার পুলিশ করেছে।
গতকাল ২৮শে এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে শার্শা থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঃ যশোরের ঝিকরগাছা থানাধীন চান্দেরপুল গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়ানুর রহমান(২৫) এবং একই থানাধীন ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী(৩২)।
শার্শা থানার এসআই হাসান আলী জানান, সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।