বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বেনাপোলে মাছের রেণু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য উদ্ধার॥২জন পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

॥বেনাপোল প্রতিনিধি॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২১ ও ৪৯ ব্যাটালিয়নের পৃথক অভিযানে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাছের রেণু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার এবং ২জন পাচারকারী গ্রেফতার হয়েছে।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, তারা বেনাপোলের সীমান্ত এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে ৯৯৬ বোতল ফেনসিডিল, ১৭ কেজি গাঁজা, ৩টি গরু, ৯৯৯ গ্রাম রূপা এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি-পিস, ফেব্রিক্স, চা পাতা, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স সামগ্রী, কার্পাস তুলা, মাছের পোনা, ভারতীয় ওষুধ, ইমিটেশন, পোশাক, প্রসাধনী সামগ্রী ইত্যাদি উদ্ধার করেন, যার সিজার লিস্টে (জব্দ তালিকায়) মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫ হাজার টাকা। এছাড়াও অভিযানকালে চোরাচালানী পণ্য পাচারের সাথে জড়িত ২জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী ও দৌলতপুর বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, অন্যান্য মালামাল এবং বিপুল পরিমাণ মাছের রেণু পোনাসহ একটি প্রাইভেট কার জব্দ করে। তবে পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা এবং মাছের পোনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে। আটককৃত পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!