॥চঞ্চল সরদার॥ ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা করাসহ ৭দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ২৭শে এপ্রিল বিকালে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ রহিম শেখ, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, সদস্য জাচ্চু রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিকদের ঈদ-পূজার সময় উৎসব বোনাস, মালিক কর্তৃক নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, দৈনিক কাজের সময় ৮ ঘন্টা নির্ধারণ এবং ন্যূনতম মূল মজুরী ২০ হাজার টাকাসহ ৭দফা দাবী জানান।