॥স্টাফ রিপোর্টার॥ বিএসটিআই’র লাইসেন্স না থাকায় রাজবাড়ীর আরামবাগ মশার কয়েল কোম্পানীকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৭শে এপ্রিল অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে এই জরিমানা করেন। জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম জানান, লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে তারা মশার কয়েল তৈরী করছিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় তাদেরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।