॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী রেলগেটের বটতলায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ২৫শে এপ্রিল বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত এই বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক এম. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল ওহেদ মন্ডল ও লুৎফর রহমান লাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।