॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দের নবনির্বাচিত উপজেলা পরিষদের ১ম বিশেষ সভা গতকাল ২৩শে এপ্রিল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, নবনির্বাচিত চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য কাজী কেরামত আলী তার বক্তব্যে বলেন, দেশকে মাদকমুক্ত করতে, বাল্য বিবাহ রোধ করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একত্রে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিতভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, আমরা বরাবরই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও নবনির্বাচিত উপজেলা পরিষদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। গোয়ালন্দের উন্নয়নে সবাইকে পাশে পেতে চাই।
প্রথম বারের মতো নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী আসাদ বলেন, আমি নবীন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো পার করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এলাকার উন্নয়নে সর্বদা নিয়োজিত থাকতে পারি। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।