॥রবিউল ইসলাম মজনু॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি গতকাল ২৩শে এপ্রিল সকালে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের(ফেজ-২) কাজ পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী সকালে সড়কপথে ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এসে সেখান থেকে স্পীডবোটযোগে পদ্মা নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকা দেখতে দেখতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এসে পৌঁছান। এরপর তিনি রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) কাজ ঘুরে দেখেন।
এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ ধীর গতিতে হওয়ার বিষয় শুনে দেখতে এলাম। কাজের গতি একটু কমই আছে। সামনে বর্ষা আসছে। আগে এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার ব্লক তৈরী হতো, এখন থেকে পাঁচ হাজারের বেশী ব্লক তৈরী হবে। আশা করি, বর্ষার আগেই নদী শাসনের কাজ অনেকটা শেষ হবে। বর্ষা মৌসুমে যাতে রাজবাড়ীতে নদী আর না ভাঙ্গে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ পানি উন্নয়ন বোর্ড ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।