॥রফিকুল ইসলাম/চঞ্চল সরদার॥ রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ কেন্দ্রে অনুমোদিত হওয়ায় গতকাল ২৩শে এপ্রিল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন এবং ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর শেখ তিতুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় কাজী ইরাদত আলী উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য দলের মধ্যে যে বিভেদ আছে তা নিরসন করবো। সংগঠন শক্তিশালী না হলে আমরা কেউ ভালো থাকবো না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হবে। সংগঠনের প্রতি কোন অবহেলা করা যাবে না। সবাইকে দায়িত্বশীল হতে হবে।