॥তনু সিকদার সবুজ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ২৩শে এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফারুক হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শন আব্দুর রশিদ মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।