॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন গত ২৩শে এপ্রিল দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে বিদ্যালয়ের দাতা সদস্য হারুর অর রশিদ হারুনের প্রস্তাবে এবং অভিভাবক সদস্য অখিল শিকদারের সমর্থনে ম্যানেজিং কমিটির উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ কুমার দাস সভাপতি নির্বাচিত হন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী দাস, অভিভাবক সদস্য আবুল হাসান খান, মান্নান শেখ, স্বপন মজুমদা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা খাতুন, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান মোল্লা, রেজাউল মোল্লা ও মহিলা শিক্ষক প্রতিনিধি লিপি রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি রনজিৎ কুুমার দাস তাকে নির্বাচিত করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী দাস এবং দাতা সদস্য হারুন অর রশিদ হারুনসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের পরিচালনা, প্রশাসনিক ব্যবস্থা তদারকি করা এবং লেখাপড়ার গুণগতমান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে উল্লেখ করেছেন।