॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঐতিহ্যবাহী সমাধিনগর আর্য্যসংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন গত ২১শে এপ্রিল দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে বিদ্যালয়ের দাতা সদস্য উজ্জল কুমার বিশ্বাসের প্রস্তাবে ও অভিভাবক সদস্য সমিরন মন্ডলের সমর্থনে ম্যানেজিং কমিটির উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের তত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ অপূর্ব কুমার রায় সভাপতি নির্বাচিত হন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, অভিভাবক সদস্য কেশব বিশ্বাস, দিপক মন্ডল, দিপুল রায়, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি রায়, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ রোকনুজ্জামান, বলাই চন্দ্র মন্ডল এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি উত্তরা সরকার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ডাঃ অপূর্ব কুমার রায় উপজেলার জঙ্গল ইউনিয়নের ঐতিহ্যবাহী সমাধিনগর আর্য্যসংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, দাতা সদস্য উজ্জল কুমার বিশ্বাস, শিক্ষক ও অভিভাবকসহ সকল সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের পরিচালনা, প্রশাসনিক ব্যবস্থা তদারকি করা এবং লেখাপড়ার গুণগতমান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।