॥চঞ্চল সরদার/রফিকুল ইসলাম॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলায় পল্লী বিদ্যুতের ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ২০শে এপ্রিল সকাল ১০টায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে চরবাগমারাস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর থেকে এর উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলায় ৫০টি ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ী বাড়ী গিয়ে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার দেওয়া হবে।
এই কার্যক্রমের উদ্বোধনকালে
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদারের নেতৃত্বে ডিজিএম(কারিগরি) মোঃ গোলাম কাদের, ডিজিএম(পাংশা) এমাজ উদ্দিন সরদার, এজিএম(অর্থ) মোঃ রিপন বিশ্বাস, এজিএম(প্রশাসন) মির্জা কে-ই-তুহিন, এজিএম(এস) মোঃ আব্দুল বাছেত, এজিএম (ওয়েনডেম) জ্বিন নুরাইন, এজিএম (ওয়েলডেম) গগন সাহা এবং পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাধারণ সম্পাদক সালাম আল মাসুদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম গোলদার বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-শ্লোগানকে সামনে রেখে ‘আলোর ফেরিওয়ালা’ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলাব্যাপী ৫০টি ভ্যানযোগে (রাজবাড়ী সদর উপজেলায় ২০টি এবং অন্যান্য উপজেলায় ১০টি করে) ঘরে ঘরে গিয়ে এই বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় তাৎক্ষণিক নতুন সংযোগ প্রদান, গ্রাহকদের অভিযোগ নিরসন, পুনঃ সংযোগ, মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করা, সময়মত পরিশোধের অনুরোধ জানানোসহ অন্যান্য সেবা প্রদান করা হবে। আমরা দালাল-হয়রানী ছাড়াই গ্রাহকদের সেবা দিতে চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে এই কর্মসূচী শুরু হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে।
তিনি আরও বলেন, ১৯৭৭ সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে ১৩টি পল্লী বিদ্যুত সমিতি ১৯৮০ সালে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে ২ কোটি ৭০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে বিদ্যুতের সুবিধাভোগী গ্রাহকের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ।
তিনি আরো বলেন, রাজবাড়ী জেলাকে বিদ্যুতায়ন করার লক্ষ্যে ১৯৯৯ সালের ১০ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি কার্যক্রম শুরু করে। শুরুতে ১১৩২ কিলোমিটার, পরে পর্যায়ক্রমে ৩৭০০ কিলোমিটার লাইন নির্মাণ করে বর্তমানে ৯৪ শতাংশ মানুষের কাছে পল্লী বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। আগামী জুন-২০১৯ এর মধ্যে অবশিষ্ট ৬ শতাংশ বিদ্যুতায়ন করে শতভাগ বিদ্যুতের কাজ সম্পন্ন করা হবে।
জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার বলেন, আমি এই জেলায় যোগদান করার পর থেকে নিরলসভাবে সকলের দোরগোড়ায় বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এই সেবা আরো বৃদ্ধির জন্য আমরা ৫০টি ভ্যানের মাধ্যমে পুরো জেলাকে আসন্ন রমজানের পূর্বে অধিক সংখ্যক মানুষকে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিব। মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই কর্মসূচী। এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।