শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীর ধামচন্দ্রপুর সঃ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী করিম মাস্টারের ইন্তেকাল

  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার বৃহত্তর পাংশা উপজেলার বর্তমান কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির ধামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল করিম মাস্টার (৮২) গত ১৭ই এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বাস্তখোলা গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ওইদিন মাগরিব নামাজের পর বাস্তখোলা ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে বাস্তখোলা গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, লেখক-কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ অংশগ্রহণ করেন।
পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুস সালামের পিতা হাজী আব্দুল করিম মাস্টার গাংচিল সাহিত্য সংসদ কর্তৃক কবিরতœ উপাধিপ্রাপ্ত। ভবে বাঁধলাম ঘর ও জীবন সাথী নামে তার দু’টি একক কাব্যগ্রন্থ রয়েছে। এছাড়া একাধিক যৌথ কাব্যগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে ৩ পুত্র ও ৫কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য জেষ্ঠ্যপুত্র আব্দুস সালাম সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হোসেন মল্লিকসহ অন্যান্য লেখক কবি সাহিত্যিকবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!