শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়ায় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন॥সক্রিয় দালাল চক্র

  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী স্বল্পতার কারনে যানবাহন পারাপার ব্যহত হচ্ছে। এতে করে দৌলতদিয়ায় ট্রাক ও কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এ সুযোগে দালাল চক্রের মাধ্যমে চলছে চাঁদাবাজী।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পরিত্র শবেবরাত ও সাপ্তাহিক ছুটির কারনে হঠাৎ এ রুটে যান বাহনের চাপ বেড়ে গেছে। কিন্তু নদী পারাপারে সেই তুলনায় ফেরী বাড়নো সম্ভব হয়নি। বর্তমানে এ রুটে মাত্র ছোট-বড় মিলে মাত্র ১৫টি ফেরী চলাচল করছে। ফলে বৃহস্পতিবার থেকে গাড়ীর চাপ বাড়তে থাকায় যানবাহন পারাপার স্বাভাবিক রাখা সম্বব হয়নি। এতে করে দৌলতদিয়া ঘাটে কয়েক শত পন্যবাহী গাড়ী আটকে আছে। তবে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই গাড়ীগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
সরজমিনে গতকাল শুক্রবার সকাল সারে ১১টার দিকে, ফেরী ঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত প্রায় ৪কিঃ মিঃ জুড়ে এবং টার্মিনাল মিলিয়ে দৌলতদিয়ায় অন্তত ৫শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে থাকতে দেখা যায়। এ সুযোগে এক শ্রেণীর দালাল চক্র সংশ্লিষ্টদের ম্যানেজ করার নামে আটকে পড়া ট্রাক চালকদের কাছ থেকে গাড়ী প্রতি ১০০০-৩০০০ টাকা পর্যন্ত আদায় করছে। দালালদের টাকা দিলে অপচনশীল মাল ভর্তি গাড়ী কাঁচা মালের গাড়ী হিসেবে পার হচ্ছে। টাকা দিতে না পাড়লে দিনে দিনের পর দিন সিরিয়ালে দাঁড়িয়ে থাকলেও ফেরীর টিকিট মিলছে না। আটকে থাকা যানবাহন শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ সময় বরিশাল থেকে আসা ট্রাক চালক হাসান জানান, জাহিদ নামে এক ব্যক্তি ট্রাফিক পুলিশের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১০০০ টাকা নেয়। তাছাড়া সিরিয়ালে থাকা কুষ্টিয়া, ঝিনেদা, মাগুড়া থেকে আসা অসংখ্য চালক চাঁদাবাজীর অভিযোগ করেন।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাটে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আরাফাত জানান, পুলিশের কথা বলে কেউ টাকা নিচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি’র ঘাট মানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, পবিত্র শবেবরাত ও সাপ্তাহিক ছুটির কারনে গত বুধবার থেকে এ রুটে যানবাহনের চাপ বেড়েছে। কিন্তু সে তুলনায় ফেরীর সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। তাড়া এ বহরে থাকা শাহ মুখধুম ও শাহ আলী নামে দুটি ফেরী মেরামতে আছে। যানবাহনের চাপ সামাল দিতে আরো ৩/৪টি বড় ফেরী দরকার। সেখানে মাত্র ১৫টি ফেরী চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!