॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল শুক্রবার জাতীয় কৃষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পাংশা উপজেলা কৃষক সমিতির আহবায়ক মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে সভায় রাজবাড়ী জেলা কৃষক সমিতির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, কালুখালী উপজেলা কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, পাংশা উপজেলা কৃষক সমিতির যুগ্ম আহবায়ক রতন মন্ডল ও আব্দুল আজিজ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ দেশের জাতীয় পরিস্থিতি ও কৃষকদের বর্তমান অবস্থাসহ কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদী নিয়ে আলোচনা করেন। সভায় তৃণমূল পর্যায়ে জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং বৃহত্তর পরিসরে কৃষক সম্মেলন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।