মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর পক্ষ থেকে গতকাল ১৯শে এপ্রিল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত কবি সম্মিলন, গুণীজন সংবর্ধনা ও কবিতা সম্মেলনে কবি ও নাট্যকার রমজান সাবেরীকে ‘মীর মশাররফ হোসেন সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাসের নিকট থেকে নাট্যকার রমজান সাবেরী সম্মাননা স্মারক গ্রহণ করেন -চঞ্চল সরদার।