॥স্টাফ রিপোর্টার॥ প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে.এম নূরুল হুদা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০১৯ উদ্বোধন উপলক্ষে আগামী ২৩-২৫শে এপ্রিল ফরিদপুর অঞ্চল সফর করবেন।
সফরের অংশ হিসেবে আগামীকাল ২৩শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন এবং বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর রাজবাড়ী সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর আড়াইটায় ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সিইসির সফরসূচী সূত্রে জানা গেছে, এছাড়াও তিনি ২৩শে এপ্রিল বিকাল ৪টায় ফরিদপুরের চরভদ্রাসনে চরভদ্রাসন ও সদর উপজেলার নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক, রাতে ফরিদপুর সার্কিট হাউজে রাত্রিযাপন, ২৪শে এপ্রিল বেলা ১১টায় ফরিদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর সাথে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় এবং বিকাল সাড়ে ৩টায় আলফাডাঙ্গায় আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন। রাতে ফরিদপুর সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে পরদিন ২৫শে এপ্রিল সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।